ডায়ালসিলেট ডেস্কঃঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে আজিজুস সামাদ আজাদ ডন ও সৈয়দ আবদুল আউয়াল শামীমকে। সোমবার তাদের হাতে এ সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের ২১তম সম্মেলনে কাউন্সিলরদের প্রদত্ত ক্ষমতাবলে দলীয় সভাপতি শেখ হাসিনা আপনাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনীত করেছেন। সৈয়দ আবদুল আউয়াল শামীম ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। আজিজুস সামাদ আজাদ ডন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আবদুস সামাদ আজাদের ছেলে। আওয়ামী লীগের ৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটির এখন তিনটি পদ ফাঁকা রয়েছে। এর মধ্যে সভাপতিম-লীর সদস্যের দু’টি ও কার্যনির্বাহী কমিটির একটি পদ।
Thank you for reading this post, don't forget to subscribe!জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি এবং সহ-সভাপতির শূন্য পদে দায়িত্ব প্রদান
এদিকে দলের অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ-এর মৃত্যুজনিত কারণে মো. আালাউদ্দিন মিয়াকে কার্যকরী সভাপতি এবং সহ-সভাপতির একটি শূণ্য পদে আলহাজ হাবিবুর রহমান আকন্দকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

