ডায়ালসিলেট ডেস্ক :: আগামী সেপ্টেম্বরে অনলাইন প্লাটফর্মে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
Thank you for reading this post, don't forget to subscribe!রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৮তম সভায় “অনলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহনের প্রস্তাবিত নীতিমালা” নিয়ে আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েবের এর সঞ্চালনায় ও একাডেমিক কাউন্সিলের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকলের শহীদের জন্য দোয়া ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
“অনলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহনের প্রস্তাবিত নীতিমালা” কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ প্রথমে সংক্ষিপ্ত আকারে প্রস্তাবিত নীতিমালার বিভিন্ন বিষয় তুলে ধরেন।
পরে উক্ত কমিটির সদস্য সহযোগী অধ্যাপক ড. মাসুদুর রহমান পাওয়ার পয়েন্টের মাধ্যমে একাডেমিক কাউন্সিলের সদস্যদের সামনে “অনলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহনের প্রস্তাবিত নীতিমালা” উপস্থাপন করেন। বিস্তারিত আলোচনার পরে একাডেমিক কাউন্সিলের সদস্যরা এ নীতিমালা সর্বসম্মতিক্রমে পাশ করেন। যার ফলে সেপ্টেম্বর থেকে স্নাতক পর্যায়ের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ইন্টার্ণশীপ পরীক্ষা ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালা অনুযায়ী বা প্রস্তাবিত অনলাইন পদ্ধতিতে নেয়া হতে পারে।
উল্লেখ্য, করোনা মহামারীর কারণে সরকারী সিদ্ধান্ত মোতাবেক প্রায় দেড় বছর ধরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত ছিল। অনলাইন পদ্ধতিতে পরীক্ষা কার্যক্রম শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার নতুন উদ্যোমে পড়াশোনা চালিয়ে যাবে-এই আশাবাদ ব্যক্ত করেছেন সিকৃবি উপাচার্য।
সভায় কোভিড-১৯ এ আক্রান্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সুস্থতা কামনা করা হয়।

