৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আগুনে পুড়ল গাজীপুরের ৮ কলোনির তিনশ বসতঘর

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে অগ্নিকাণ্ডে অন্তত ৮টি কলোনির প্রায় সাড়ে ৩ শতাধিক বসতঘর পুড়ে গেছে।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে কোনাবাড়ি বাইমাইল এলাকার স্থানীয় হুমায়ুন মিয়ার কলোনি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পার্শবর্তী কলোনিগুলোতেও ছড়িয়ে পড়ে।

এতে অন্তত ৮ কলোনির প্রায় সাড়ে তিন শতাধিক বসতঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা কাজ করে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে রাত ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকার সফিকুল ইসলামের জমি ভাড়া নিয়ে পাশাপাশি কমপক্ষে ২০টি টিন সেট কলোনি তৈরি করে কয়েকজন ব্যক্তি।

সেখানে ছোট ছোট প্রায় ছয়শ কক্ষ রয়েছে। রাত ৮টার দিকে হুমায়ুন কবিরের কলোনি থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের ৮টি কলোনিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা স্ট্যান্ডার্ড নিটওয়্যার কারখানা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

কলোনির কক্ষ গুলোতে সব নিম্ন আয়ের মানুষ বসবাস করত। আগুনে প্রত্যেকটি কক্ষের সকল আসবাবপত্র পুড়ে গেছে। তবে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });