২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আগ্রাসী ক্রিকেট খেলার হুমকি দিয়ে রাখলো ভারত

স্পোর্টস ডেস্ক :: ভাগ‌্যিস ওয়ানডে সিরিজটা বিশ্বকাপের সুপার লিগের অংশ ছিল না। নয়তো বাংলাদেশের বিপক্ষে ২০ পয়েন্ট হারানোর কষ্ট ভারতকে আরও বেশি পোড়াতো।
তবে স্বাগতিকদের বিপক্ষে চট্টগ্রাম ও ঢাকায় লাল বলের ক্রিকেট সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপের অংশ। যেখানে প্রতিটি পয়েন্ট অমূল‌্য। ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলে ভারতের অবস্থান চারে। ১০৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। বাংলাদেশ থেকে দুই জয়ে ২৪ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইবে ভারত। এজন‌্য জয় ভিন্ন অন‌্য কিছু চিন্তা করছে না গতবারের রানার্সআপরা।
বর্তমান সময়ে উড়তে থাকা ইংল‌্যান্ড আগ্রাসী ক্রিকেট খেলে টেস্ট ক্রিকেটের সংজ্ঞা পাল্টে দিয়েছে। প্রতি আক্রমণে গিয়ে কীভাবে ব‌্যাটিং ও বোলিং করে প্রতিপক্ষকে ঘায়েল করতে হয় তা নতুন করে জানান দিচ্ছে ব্রেন্ডন ম‌্যাককালাম ও বেন স্ট্রোকস জুটি। তাতে সাদা পোশাকের ক্রিকেটে শুধু রোমাঞ্চই ছড়াচ্ছে না, টেস্ট চ‌্যাম্পিয়নশিপেও বাড়তি আগ্রহ তৈরি করছে।
ইংল‌্যান্ডের নতুন ফর্মুলায় কি ভারত আগাবে? প্রশ্ন করা হয়েছিল রোহিত শর্মার পরিবর্তে চট্টগ্রাম টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করা লোকেশ রাহুলকে। তিনি আগ্রাসী ক্রিকেট খেলার হুমকিই দিয়ে রাখলেন। তবে ম‌্যাচ পরিস্থিতি বিবেচনা করেই নিজেদের খেলার ধরন স্থির করবেন বলেও জানালেন তিনি।
সাগরপারের স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে রাহুল বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ উতরে যাওয়ার ব্যাপার আছে আমাদের। আমাদেরও আগ্রাসী হতে হবে। আমরা জানি, আমাদের অবস্থান কোথায়, ফাইনালে যেতে কী করতে হবে। নির্দিষ্ট দিনে সবকিছু বিবেচনা করবো। এটা টেস্ট ক্রিকেট- প্রতিটি দিন, প্রতিটি সেশনে দলের চাহিদা বিবেচনা করতে হবে। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে উপভোগ করতে হবে।’
ইংল‌্যান্ড যে পথে সাফল‌্যের খোঁজ পেয়েছে, সব দল সেভাবে সাফল‌্য পাবে না। প্রত‌্যেকের আলাদা পরিকল্পনা থাকবে বলে মনে করছেন তিনি। রাহুল বলেছেন, ‘আমার মনে হয়, সেটি তাদের জন্য কাজ করছে। প্রতিটি দলেরই নিজস্ব উপায় আছে। যেসব দল ভালো করছে, তাদের কাছ থেকে আমরা সবাই শিখতে পারি। তারা কীভাবে পারফর্ম করছে, তাদের জন্য কী কাজে দিচ্ছে। যেমনটি বললাম, সব সময় আপনি একই অ্যাপ্রোচে এগোতে পারবেন না। আপনি কোথায় আছেন, কন্ডিশন কেমন (এগুলো বিবেচনায় নিতে হবে)।’