ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাচারকালে ভিজিডি’র ৬২ বস্তা চালসহ এক যুবককে আটক করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত তাকে হাতেনাতে আটক করে।
পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃত যুবক জাবের মিয়া (৩০) ওই উপজেলার শিবপাশা গ্রামের অতু মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান খান জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে জাবের মিয়া প্রতি বস্তায় ৫০ কেজি করে ৬২ বস্তায় মোট ৩ হাজার ১শ’ কেজি ভিজিডি’র চাল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিল।
গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত কাকাইলছেও রোড থেকে তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুসারে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় ওই চাল জব্দ করা হয়।
জব্দকৃত চালের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব দেয়া হয়েছে।

