বিনোদন ডেস্ক :: বিশ্বের ১৩০টি দেশের চলচ্চিত্র নিয়ে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত এই উৎসবে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকছে সেমিনার, মাস্টারক্লাস ও সম্মাননা প্রদান। বুধবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা।
এবারের উৎসবে মোট ৭টি ভেন্যুতে প্রদর্শনী চলবে। মূল ভেন্যু বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নাট্যশালা মিলনায়তন এবং চিত্রশালা মিলনায়তন। জমা পড়া ৩ হাজার ৮৬২টি চলচ্চিত্র থেকে বাছাই কমিটি ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচন করেছে। এর মাঝে রয়েছে অস্কার, কান, সানড্যান্স, বার্লিন, বুসানসহ অন্যান্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ৭০টি চলচ্চিত্র।
সুস্থধারার চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য আন্দোলনে বিশেষ অবদান রাখায় এবার যৌথভাবে হীরালাল সেন আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন মানজারে হাসিন মুরাদ ও তানভীর মোকাম্মেল। এ ছাড়া উৎসবে প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোকে মোট তিনটি পুরস্কার প্রদান করা হবে। এবারের উৎসব বঙ্গবন্ধু এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *