ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!আজ ‘আন্তর্জাতিক কন্যাশিশু দিবস’। বিশ্বজুড়ে জাতিসংঘ রাষ্ট্রসমূহ প্রতিবছর ১১ অক্টোবর (বুধবার) পালন করে আন্তর্জাতিক এ দিবস । দিবসটি মেয়েদের দিন হিসেবেও বিশ্বেও পরিচিত । এবারের প্রতিপাদ্য— দ্য গার্ল, আই এম, দ্য চেঞ্জ লিড : গার্লস অন দ্য ফ্রন্টলাইনস অব ক্রাইসিস বা ‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের নেতৃত্ব দিই : সংকটের সামনের সারিতে মেয়েরা।’
এবারের প্রতিপাদ্য:
‘দ্য গার্ল, আই এম, দ্য চেঞ্জ লিড: গার্লস অন দ্য ফ্রন্টলাইনস অব ক্রাইসিস’ অর্থাৎ ‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের নেতৃত্ব দিই: সংকটের সামনের সারিতে মেয়েরা’।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস প্রথম পালিত হয় ২০১২ সালের ১১ অক্টোবর, যা প্ল্যান ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে ‘কারণ আমি একজন মেয়ে’ আন্দোলনের অংশ হিসেবে জন্ম নেয়। আন্দোলনের মূল লক্ষ্য ছিল কন্যা শিশুদের পরিপুষ্টি, শিক্ষা, আইনি ও চিকিৎসা সহায়তা, হিংসা ও বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
জাতিসংঘের সাধারণ সভায় ২০১১ সালের ১৯ ডিসেম্বর এ প্রস্তাব গৃহীত হয় এবং পরবর্তী বছর থেকে এ দিবস পালিত হচ্ছে। প্রতি বছর দিবসের একটি বিশেষ থিম বা প্রতিপাদ্য থাকে। প্রথম কন্যাশিশু দিবসের থিম ছিল ‘বাল্যবিবাহ বন্ধ করা’।

