২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ বরিশালে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ বরিশালে

ডায়াল সিলেট ডেস্ক:-

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের মুলাদীতে ছাত্রদল ও  ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে প্রায় ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্র শিবিরের ২০ জন এবং ছাত্রদলের ৫ জন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুলাদী সরকারি কলেজে এ ঘটনা ঘটে। আহত শিবিরের ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিবির কর্মীরা জানায়, কলেজে শিবিরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলছিল। এ সময়ে জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় শ্লোগান দিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল দাবি করেছে, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় ৫ জন নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });