ডাযালসিলেট ডেস্কঃঃ পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় এলিমিনেটরে মুলতান সুলতানসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লাহোর কালান্দার্স। সে ম্যাচে প্রথম বলেই শহিদ আফ্রিদিকে বোল্ড করে দেন তরুণ পেসার হারিস রউফ। পাকিস্তান কিংবদন্তিকে প্রথম বলে আউট করে দেওয়ায় তার কাছে ক্ষমা চেয়েছেন হারিস। মূলত আফ্রিদির প্রতি তার সম্মান ও ভালবাসার কারণেই হাত জোর করে ক্ষমা চান এই পেসার।
Thank you for reading this post, don't forget to subscribe!ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে দুর্দান্ত ছিলেন আফ্রিদি। ৪ ওভারে মাত্র ১৮ দিয়ে তুলে নিয়েছিলেন ২ উইকেট।
ফাইনালে যাওয়ার জন্য দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আফ্রিদিরা। প্রথম ম্যাচে করাচি কিংসের কাছে ৫ উইকেটে ও গতকাল লাহোর কালান্দার্সের কাছে ২৫ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা।
লাহোরের ১৮২ রান রান তাড়া করতে নেমে মুলতান অলআউট হয় ১৫৭ রানে। লাহোর কালান্দার্সে খেলা বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল করেন ২০ বলে ৩০ রান করেন। ফাইনালে লাহোরের প্রতিপক্ষ করাচি কিংস। মঙ্গলবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পঞ্চম পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।

