বিনোদন ডেস্ক :: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। মাতৃত্বকালীন ছুটি শেষে শোবিজে আবারও তিনি সরব। একের পর এক কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন এ নায়িকা। সম্প্রতি তিনি ‘ডোডুর গল্প’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এবার জানালেন নতুন আরও একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হওয়ার খবর।
Thank you for reading this post, don't forget to subscribe!
সিরিজটি নির্মাণ করবেন নির্মাতা অনম বিশ্বাস। সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ওয়েব সিরিজটি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরীমণি। নায়িকা নিজেই এতে চুক্তিবদ্ধের খবর নিশ্চিত করেন। রবিবার ফেসবুকে অনম বিশ্বাসের সঙ্গে ফেসবুকে ছবিও প্রকাশ করেছেন পরী।
জানা গেছে, এতে পরীমণির বিপরীতে অভিনয় করবেন শ্যামল মাওলা। আরও থাকছেন, ফজলুর রহমান বাবু ও জিয়াউল হক। সম্প্রতি পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’ ‘বঙ্গ’তে মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন সহীদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু।

