ডায়ালসিলেট ডেস্ক:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে আল আমিন নামের এক যুবককে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আবার তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান এ আদেশ দেন।
মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে সালমান এফ রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মোজাহিদুল ইসলাম সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২১ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মো. আমিন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।
মামলার এজাহারে ৯৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে নির্বিচারে গুলি চালিয়েছে।
৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ১৩ আগস্ট সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। এর পর থেকে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

