দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ মন্তব্যকে ‘স্বাভাবিক’ উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে চিঠি পাইনি। তবে জাতীয় পার্টি কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করবে। সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসুক আর নাই আসুক।’
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার বিকেলে রংপুরে এ সব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
জি এম কাদের বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ভাল নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট বাড়ছে। সেই সঙ্গে চাকরির সুযোগ কমে যাচ্ছে। এতে দেশের মানুষর ভাল নেই, তাদের ক্ষোভ বাড়ছে।
তিনি বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে আগামীতে এ সরকারের চ্যালেঞ্জ হলো দ্রব্যমূল্য কমানো, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা। রাজনৈতিক স্থিতিশীলতা এলে চ্যালেঞ্জ অনেকখানি কমে আসবে।
এ সময় রংপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু প্রমুখ উপস্থিত ছিলেন।

