ডায়ালসিলেট ডেস্ক::করোনা পরিস্থিতির মধ্যেই লাল বার্তা নিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। দেশে একদিনের ব্যবধানে ১০৮ জন ডেঙ্গু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৩২৯ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন। এই সময়ে ঢাকায় বৃদ্ধি পেয়েছে ১০৭ ডেঙ্গু রোগী। আগস্ট মাসের ১৭ দিনে ৩ হাজার ৯৯২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টের এই কয়েকদিনেই মারা গেছেন ১৪ জন আর জুলাইতে ১২ জন।
ডায়ালসিলেট এম/