২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্জেন্টিনাকে সরিয়ে শীর্ষে ব্রাজিল

ডায়ালসিলেট ডেস্ক:: আর্জেন্টিনাকে হটিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ব্রাজিল। তৃতীয় রাউন্ডের ম্যাচ শেষে দুই পয়েন্টের পরিষ্কার ব্যবধানে শীর্ষস্থান নিজেদের দখলে নিয়ে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ঘরের মাঠেই প্যারাগুয়ের সঙ্গে ড্র করে আর্জেন্টিনা পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকলেও পূর্ণ পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল।আর্জেন্টিনার ড্রয়ের ২৪ ঘণ্টা পর ভেনেজুয়েলাকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।

শুক্রবার রাতে নিজেদের ঘরের মাঠ সাও পাওলোর সিসেরো পম্পেউয়ে ম্যাচে ছিলেন না দলের সেরা দুই তারকা নেইমার, ফিলিপ কুতিনহো ও কাসেমিরো।  তবুও দাপুটে ম্যাচ খেলেছে ব্রাজিল।  ম্যাচের তিন-চতুর্থাংশ সময় বলের দখল ছিল সেলেকাওদের দখলে।

যদিও একের পর এক আক্রমণ করে গেলেও গোলের সুযোগ তৈরি করতে পারছিল না ব্রাজিল।  যে কারণে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।

ইনজুরি ও করোনা কারণে নেইমারসহ বেশ কিছু খেলোয়াড় এ ম্যাচে না খেললেও শুরু থেকেই আক্রমনাত্বক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের অষ্টম মিনিটে ভেনেজুয়েলার জালে বল পাঠান গাব্রিয়েল জেসুস। তবে অফসাইডের জন্য গোলটি বাতিল করা হয়।

তবে ম্যাচের ২৯তম মিনিটে অনেক দূর থেকে করা ফিরমিনোর জোড়ালো শট প্রায় জালে ঢুকেই যাচ্ছিল।  ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান ভেনেজুয়েলা গোলরক্ষক ফারিনেস।এর চার মিনিট পর গোলের সুযোগ মিস করে ব্রাজিল।

৩৯তম মিনিটে ব্রাজিল শিবিরে হানা দেন ভেনেজুয়েলা। গোলমুখ থেকে কর্নারের বিনিময়ে বল ক্লিয়ার করেন ডিফেন্ডার মার্কিনিয়োস।এর দুই মিনিট পর রিশার্লিসন জালে বল পাঠালেও ফাউলের বাঁশি বাজান রেফারি।গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমে ৬৭ মিনিটে গিয়ে অবশেষে কাঙ্খিত গোলের দেখা পায় ব্রাজিল।  ডান দিক থেকে এভেরটনের বাড়ানো ক্রস ডিফেন্ডার ওসোরিও ঠেকাতে গিয়ে উল্টো তুলে দেন ফিরমিনোর পায়ে।  এবার সুযোগ হাতছাড়া করেননি লিভারপুল ফরোয়ার্ড ফিরমিনো। এরপর আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এই জয়ে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বসেছে ব্রাজিল। সমান ম্যাচে ২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।