মনজু চৌধুরী॥ মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসর প্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক ও দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দীর্ঘকালীন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আলহাজ¦ মইন উদ্দিন আহমদ ও তার সহধর্মীনি, একই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠালগ্ন থেকে অবসরকালীন সময় পর্যন্ত বিদ্যালয়ে সুনামের সহিত কর্মরত শিক্ষক মরহুমা রহিমুন্নেছা খানম এর স্মরণে দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। ১৬ জুন বৃহস্পতিবার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোতালিব আহমদের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক, বিভাগীয় চেয়ারম্যান জনাব শাহ্ আব্দুল অদুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ সভাপতি খালেদ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি রুহেনা আক্তার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মন্নান আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজ বেলাল, শাহজাহান মিয়া, আব্দুল কাইয়ুম, সৈয়দ জাহাঙ্গির আলী, হাজী আব্দুল মোতালিব, আজাদুর রহমান, হুমায়ুন কবীর, তাহমিদা ইসলাম, রোকিয়া বেগম, ইউপি সদস্য, কামাল আহমদ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রুমেল আহমদ,কনকপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের অভিভাবকগণ, কোমলমতি শিক্ষার্থী।
এখলাছুর রহমান এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক শিখা রানী মন্ডল। পরে অনুষ্ঠানে অতিথিগণ নিজ নিজ বক্তব্য রাখেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন দুর্লভপুর জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আব্দুল মতিন। উক্ত আলোচনা সভায় বক্তাগণ মরহুম ও মরহুমাদের বিদ্যালয় ও অত্র এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়ন কর্মকান্ডে তাদের অবদান ও কর্মময় জীবনী তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন। তাদের এই সৎগুণাবলী ও স্মৃতিগুলো ধরে রাখার জন্য এলাকার সকলের প্রতি আহ্বান জানান। সবশেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *