ডায়ালসিলেট ডেস্ক :: হেফাজতে ইসলামের আমীর আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার নেতৃবৃন্দ এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মরহুমকে যাহাতে আল্লাহ রাব্বুল আল আমিন জান্নাতে উঁচু মোকাম দান করেন।

এসময় চেয়ারম্যান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সুপ্রীম কোর্টের আইনজীবী মাওলানা আব্দুর রকিব এডভোকেট, নির্বাহী সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল মালিক হালিম, মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান, ভাইস চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, পীরজাদা মাওলানা সৈয়দ এহসান, মাস্টার সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার শামসুল হক, মাওলানা মোজাম্মিল হক, ইসমাইল হোসেন, যুগ্ম মহাসচিব মাওলানা ইলিয়াছ আতহারী, মাওলানা কামরুজ্জামান, সহকারি মহাসচিব মাওলানা মুফতি আব্দুল করিম হক্কানী, মাওলানা রহিমুল্লাহ, মাওলানা সুলতানুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, ইলিয়াছ বিন রিয়াছত প্রমুখ তার আত্নার মাগফিরাত কামনা করেন।সেইসাথে তার আল্লাহর নিকট  মোনাজাত করেন এবং নেতৃবৃন্দ বলেন, মরহুম বাবুনগরী ছিলেন একজন ইসলামী আন্দোলনের মহানায়ক এবং অবিসংবাদিত নেতা। বিজ্ঞপ্তি

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *