আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানের আয়কর বিবরণী সংক্রান্ত মামলার আপিল খারিজ করে দিয়েছেন আদালত।
Thank you for reading this post, don't forget to subscribe!ফলে ম্যানহাটনের এক অ্যাটর্নি কার্যালয়ের জারি করা পরোয়ানা মামলায় নিু আদালতের রায় বহাল থাকছে। সোমবার সেকেন্ড ইউএস সার্কিট কোর্ট অব আপিলসের বিচারকরা ট্রাম্পের হিসাব ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে প্রেসিডেন্টের ৮ বছরের আয়কর বিবরণী ম্যানহাটনের কৌঁসুলিদের কাছে হস্তান্তর করতে বলেছে।
অবশ্য আপিলে হারলেও এখনই ট্রাম্পকে তার আয়কর সংক্রান্ত নথি জমা দিতে হচ্ছে না। তিনি চাইলে এ নিয়ে সুপ্রিমকোর্টেরও দ্বারস্থ হতে পারবেন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতেই বিষয়টির মীমাংসা হতে যাচ্ছে বলে পর্যবেক্ষকদের ধারণা। নিউইয়র্ক টাইমস

