ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন ঢাকায় ১৩টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন তার টুইটার অ্যাকাউন্ট বুধবার এসংক্রান্ত একটি ছবি প্রকাশ করেছে। সেই ছবিতে ১৩ জন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে ইউক্রেনের পতাকার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
Thank you for reading this post, don't forget to subscribe!ব্রিটিশ হাইকমিশন ওই ছবি প্রকাশ করে লিখেছে, ‘পৃথিবীর ১৪১ দেশ, যারা জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার অবৈধ ও উসকানিবিহীন আগ্রাসনের প্রতি নিন্দা জানিয়ে ভোট দিয়েছে এবং বাংলাদেশে অবস্থিত ১৩টি দেশের রাষ্ট্রদূত ইউক্রেনকে সমর্থন করে।
জাতিসংঘে সাধারণ পরিষদে ইউক্রেন ইস্যুতে প্রস্তাবের ওপর ভোটে যে কয়টি দেশ পক্ষে বা বিপক্ষে ভোট না দিয়ে ‘অ্যাবস্টেইন’ (পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান না নেওয়া) ভোট দিয়েছে বাংলাদেশ তার অন্যতম।

