ডায়ালসিলেট ডেস্ক॥ ইতালির নাপলীতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গঠিত বাংলাদেশ এসোসিয়েশন এর মতবিনিময়, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ এপ্রিল) স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ এসোসিয়েশন সান জুসেপ্পে ভেসুভিয়ানোতে সংগঠনের সভাপতি কবি দেলোয়ার মুহাম্মাদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদের উপস্থাপনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মন্সুর মোঃ অয়েছ, উপদেষ্টা প্রাণকৃষ্ণ বণিক, মাসুদ আহমদ, হাবিবুর রহমান সোহেল, সাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সরফ উদ্দিন, সহ-সভাপতি আব্দুল খালিক, লিটন আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, ময়নুল হোসেন, কাওসার আহমেদ, হাবিবুল বাসার রাজু, সাংগঠনিক সম্পাদক নোমান উদ্দিন, মুজিবুর রহমান, মুর্শেদ আলম, অর্থ সম্পাদক জয়নুল হক, প্রচার সম্পাদক রোমান আহমেদ, দপ্তর সম্পাদক সায়েম উদ্দিন, প্রকাশনা বিষয়ক সম্পাদক জবলু আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনীর মধ্যদিয়ে সংগঠনের অভিষেক অনুষ্ঠান করা হবে। শীঘ্রই তারিখ ও স্থান নির্ধারণ করে সবাইকে অবগত করা হবে।
ইফতার ও দোয়া মাহফিলে দেড় শতাধিক সংগঠনপ্রেমী প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। সকল প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করে মোনাজাত ও ইফতারি করানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।