Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা কোনোভাবেই বৈধতা দেয়া যায়না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কার্যত এই মন্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে অবৈধ ঘোষণা করলেন তিনি। সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের ওপর সাম্প্রতিক হামলা একেবারেই বিনা উস্কানিতে করা হয়েছে, এমন হামলার কোনোভাবেই বৈধতা দেয়া যায় না। এ খবর দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। এতে বলা হয়, ইরানের পক্ষে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন পুতিন। বলেছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের অবস্থান সকলেরই জানা আছে। যা রাশিয়ার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রণালয় বারবার ব্যক্ত করেছে। এর আগে এক বিবৃতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের হামলার কঠোর নিন্দা জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। অবিলম্বে যুদ্ধ ও শত্রুতা বন্ধ করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানায় তারা। ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরাইল। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠে। সেদিন থেকেই ইসরাইলকে লক্ষ্য করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এর মধ্যে ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে মস্কো পৌঁছান।
