ডায়ালসিলেট ডেস্ক :: ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমান থেকে আবারও হামলা চালানো হয়েছে সিরিয়ায়। রোববার ভোরে ডামেস্কে চালানো দুটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। খবর স্পুটনিকের।
Thank you for reading this post, don't forget to subscribe!সিরিয়ায় নিয়োজিত রুশ বাহিনীর উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল ভ্লাডিম কুলিত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার ভোরে দুটি ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমান সিরিয়ার আকাশে না ঢুকেই দূর থেকে ডামেস্কের দক্ষিণাঞ্চলের জয়নব এলাকায় মিজাইল হামলা চালায়।
এ সময় রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বুক-এমটুই এর মাধ্যমে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী ইসরাইলি ক্ষেপণাস্ত্র দুটি আকাশেই ধ্বংস করে দেয়।
উল্লেখ্য, সম্প্রতি সিরিয়ার ওপর হামলা জোরদার করেছে দখলদার ইসরাইল। গত সপ্তাহে দখলকৃত গোলান মালভূমি থেকে ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইল, এর মধ্যে সাতটি আকাশেই ধ্বংস করে সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
ডায়ালসিলেট/এম/এ/

