Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি জানিয়েছেন, ইসরাইল যদি আবার কোনো ধৃষ্টতা দেখায়, তাহলে ইরান ‘ট্রু প্রমিজ-৩’ অভিযানের মতো আরেকটি দাঁত-ভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।
সোমবার তেহরানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তার ভাষায়, ‘জায়োনিস্ট শাসনব্যবস্থা ইরানের গৌরব ক্ষুণ্ণ করার মতো শক্তিশালী নয়। বিপরীতে ইরানের শক্তি ইসরাইল ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে’।
নারী ও শিশু হত্যাকারী ইসরাইল এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না দাবি করে আবদুর রহিম মুসাভি বলেন, ‘তাদের নিজেদের নেতারাও এটা বোঝে যে, তারা এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না। তবে যেহেতু বর্তমান শাসকরা নির্বোধ শিশু হত্যাকারী, তাই যেকোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থেকেই যায়’।
আর যদি ‘তারা আবার একটি ‘ট্রু প্রমিজ’ হজম করার জন্য ব্যাকুল হয়ে ওঠে, তাহলে আমরাও উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছি’, যোগ করেন তিনি।
ইরান এর আগে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে ইসরাইলের বিরুদ্ধে ‘অপারেশন ট্রু প্রমিজ-ওয়ান’ এবং ‘অপারেশন ট্রু প্রমিজ-টু’ চালায়। যা ছিল ইসরাইলি আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক সামরিক অভিযান।
ওই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইরান ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় নিখুঁত আঘাত হানে।
ইরানি কর্মকর্তারা বলেছেন, ওই অভিযানে ইরান তার সামগ্রিক সামরিক সক্ষমতার কেবল একটি ক্ষুদ্র অংশই ব্যবহার করেছিল। তবে এবার ইসরাইল ও তার মিত্ররা ইরানের বড় ধরনের সামরিক সক্ষমতা দেখতে পাবে। সূত্র: মেহের নিউজ
