Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক ::ইসরাইলের সংসদ (নেসেট) থেকে আরব বংশোদ্ভূত সংসদ সদস্য আয়মান ওদেহকে বহিষ্কারের উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তিন প্রভাবশালী সিনেটর। রোববার এক যৌথ বিবৃতিতে সিনেটর বার্নি স্যান্ডার্স, পিটার ওয়েলচ এবং ক্রিস ভ্যান হোলেন এ পদক্ষেপকে ‘গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত’ বলে উল্লেখ করেন।
তারা বলেন, আমরা নেসেট থেকে এমপি আয়মান ওদেহকে বহিষ্কারের প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানাই। ইসরাইল যদি নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করতে চায়, তবে তাকে শান্তিপূর্ণ ভিন্নমত মেনে নিতে হবে।
মার্কিন সিনেটররা বলেন, আয়মান ওদেহ দীর্ঘদিন শান্তি, ন্যায়বিচার এবং ইহুদি-আরব সহাবস্থানের পক্ষে সোচ্চার কণ্ঠ ছিলেন। তাকে বহিষ্কারের এ উদ্যোগ সরাসরি তার সাহসী অবস্থানের প্রতি প্রতিশোধমূলক পদক্ষেপ
মার্কিন সিনেটরেরা বলেন, আমরা এমপি ওদেহের পাশে আছি এবং সব আইনপ্রণেতার, হোক তিনি ইহুদি বা আরব, তাদের নিঃশঙ্কভাবে মত প্রকাশের অধিকার সমর্থন করি।
উল্লেখ্য, গত ৩০ জুন নেসেটের একটি কমিটি ওদেহের বহিষ্কারের প্রস্তাব অনুমোদন করে। পুরো সংসদে এ প্রস্তাবের ওপর ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রস্তাবটি পাশ হতে হলে ১২০ সদস্যের নেসেটে ৯০ জনের সমর্থন প্রয়োজন। যদি সংসদ বহিষ্কার অনুমোদন করে, তাহলেও ওদেহ ইসরাইলের সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন।
