Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে ইসরাইল বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমরা বিজয় অর্জনের পথে’।
সোমবার ইসরাইলি বিমান ঘাঁটি পরিদর্শনকালে ইসরাইলি প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বিবিসি।
এর আগে তেহরানের আকাশপথের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার দাবি করেন ইসরাইলের সামরিক বাহিনী কর্মকর্তারা।
একই সঙ্গে ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের ‘এক তৃতীয়াংশ’ ধ্বংস করে দেওয়ারও দাবি করেন তারা।
সেই দাবিই পুনর্ব্যক্ত করে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের দু’টি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি। তার মধ্যে একটি হলো ইরানের পারমাণবিক হুমকি নির্মূল এবং দ্বিতীয়টি হলো তাদের ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করা’।
এ সময় ইরানের বিরুদ্ধে ইসরাইলের বেসামরিক নাগরিকদেরকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করারও অভিযোগ করেন।
বিমান ঘাঁটি পরিদর্শনের সময় সেখানে উপস্থিত সেনাদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আপনাদের ধন্যবাদ। ঈশ্বরের সাহায্যে আমরা পদক্ষেপ নেবো এবং সফল হবো। বিজয় অর্জন না করা পর্যন্ত আমরা (যুদ্ধ) চালিয়ে যাবো’।
এদিকে, ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাংশে সোমবার বিকালে আবারও হামলা চালিয়েছে ইসরাইল। এর ফলে সেখানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের পশ্চিমাংশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরাইল।
তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও ইরানের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে।
ইসরাইল এর ঠিক আগেই ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ‘সরাসরি’ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ দাবি করেন।
অন্যদিকে, প্রেস টিভি জানিয়েছে, ইসরাইলি বাহিনী ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি’র কার্যালয়ে হামলা চালিয়েছে। আল-জাজিরার এক ভিডিওতে দেখা গেছে, এক নারী উপস্থাপক সংবাদ পরিবেশনের সময় হঠাৎ করে বিকট শব্দ এবং কিছু দ্রব্য খসে পড়া ও ধোঁয়া ও ধুলোবালিতে জায়গাটি ঢেকে যাচ্ছে।
