Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ সরিয়ে ফেলার পর এবার জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীক যুক্ত করার প্রক্রিয়া চলছে। আজ (বুধবার, ১৬ জুলাই) যেকোনো সময় এটি ওয়েবসাইটে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন ইসির দায়িত্বশীল কর্মকর্তারা।
দুপুর ২টার দিকে ইসির সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক প্রতীকের গেজেট ও সংশোধিত তালিকা নিয়ে সিনিয়র সচিবের দপ্তরে গেলেও সচিব অনুপস্থিত থাকায় ফিরে যান। এর আগে সকালেই গণমাধ্যমকে তিনি জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানো হয়েছে।”
তবে ইসির নির্বাচন শাখা জানিয়েছে, নৌকা প্রতীক বাতিল সংক্রান্ত কোনো নতুন সিদ্ধান্ত হয়নি। দল হিসেবে আওয়ামী লীগ বিলুপ্ত হলে তবেই নৌকা প্রতীক চূড়ান্তভাবে বাতিল হবে। তবে কোনো দলের নিবন্ধন স্থগিত বা বাতিল হলে তাদের প্রতীক ওয়েবসাইট থেকে সাময়িকভাবে সরানো যেতে পারে।
নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের খসড়ায় ১১৫টি প্রতীক সংরক্ষণের প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর জন্য ‘দাঁড়িপাল্লা’ও রাখা হয়েছে, যদিও দলটির নিবন্ধন এখনো স্থগিত।
বর্তমানে ইসির তালিকাভুক্ত প্রতীকের সংখ্যা ৬৯টি— এর মধ্যে ৫১টি রাজনৈতিক দলের জন্য এবং ১৮টি স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত। খসড়া অনুযায়ী নতুন তালিকা চূড়ান্ত হলে প্রতীকের সংখ্যা হবে ১১৫টি।
