বিনোদন ডেস্ক::পাঁচ বছর পর নিজের অভিনীত প্রথম ছবিটি মুক্তি পাচ্ছে অধরা খানের। নাম ‘পাগলের মতো ভালোবাসি’। এটি পরিচালনা করেছেন শাহীন সুমন। ২০১৬ সালে ছবিটির শুটিং হলেও গত বছরের মার্চে এটি সেন্সর ছাড়পত্র পায়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে মুক্তি দেয়া হয়নি ছবিটি। তবে এবার চলতি মাসের ১৯ তারিখ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এ ছবিতে অধরার নায়ক আসিফ নূর। ছবিটি নিয়ে প্রত্যাশা কেমন? অধরা খান মানবজমিনকে বলেন, করোনা পরিস্থিতির কারণে সবকিছু এলোমেলো হয়ে গেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!এরমধ্যে এমন একটি বাণিজ্যিক ছবি মুক্তির বিষয়টি সত্যিই দারুণ। নিজের ছবি বলে নয়। এখন চলচ্চিত্রের ঘুরে দাঁড়ানোর জন্য আসলে ভালো ছবি মুক্তি দরকার। আমার বিশ্বাস দর্শকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে ছবিটি। অধরা যোগ করে আরো বলেন, এটি আমার অভিনীত প্রথম ছবি ছিল। তবে তার আগেই আরো ছবি মুক্তি পায় আমার। তবে প্রথম যেকোনো কিছুর অনুভূতি অন্যরকম। সেদিক থেকে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ করবো, আপনারা অবশ্যই হলে আসবেন। আপনারাই আমাদের শক্তি। আমার বিশ্বাস চলতি বছরই চলচ্চিত্র ঘুরে দাঁড়াতে পারবে। এদিকে অধরা এরইমধ্যে শেষ করেছেন সৈকত নাসিরের ‘বর্ডার’ ছবির কাজ। অপূর্ব রানার ‘গিভ অ্যান্ড টেক’-এর এক লটের কাজও শেষ করেছেন তিনি। পরের লটের কাজ শুরু হবে মার্চে। অধরা বলেন, এর বাইরে আরো ছবি নিয়ে কথা হচ্ছে। তবে বেশ বুঝেশুনে সিদ্ধান্ত নিচ্ছি। ভালোমানের ছবিতেই শুধু অভিনয় করতে চাই।

