Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: স্বাভাবিক মানুষ ভেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ‘বান্ধবী’র সঙ্গে ‘লং ডিসট্যান্স রিলেশনে’ জড়িয়ে প্রায় ২ লাখ ইউয়ান হারালেন এক চীনা ব্যক্তি।
সিসিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, লিউ (ছদ্মনাম) ভেবেছিলেন তিনি ‘মিস জিয়াও’ নামে একটি মেয়ের সাথে সম্পর্কে আছেন। ওই মেয়ে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং তাকে অনলাইনে ছবি ও ভিডিও পাঠাত। তবে সাংহাই শহরের যুবকটি জানত না জিয়াও নিছক একটি কাল্পনিক চরিত্র।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারকরা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে জিয়াওয়ের কাল্পনিক ব্যক্তিত্ব তৈরি করে। তারা লিউকে বোঝায় যে, ওই মেয়ের চিকিৎসার বিল পরিশোধ ও ব্যবসার জন্য অর্থের প্রয়োজন। প্রতারকচক্র ওই কাল্পনিক মেয়ের মাধ্যমে দুই লাখ ইউয়ান বা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকার বেশি হাতিয়ে নেয়।
পুলিশের তদন্তে জানা গেছে, স্ক্যামার টিম লিউকে মেয়েটির যেসব ভিডিও ও ছবি পাঠিয়েছে, যেগুলো সবই এআই দিয়ে তৈরি করা হয়েছে। তারা ভুয়া মেডিকেল এবং রিপোর্ট বিল তৈরি করেছিল, যাতে ভুক্তভোগীকে বিশ্বাস করে যে, তার ‘প্রেমিকা’র আর্থিক সহায়তার জরুরি প্রয়োজন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই পুরো প্রক্রিয়াজুড়ে মিস জিয়াওয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে কখনো দেখা করেননি লিউ।
এআই স্ক্যামগুলো বিশ্বব্যাপী ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অপরাধীরা বাস্তব ব্যক্তিদের ছদ্মবেশ ধারণ করতে বা আর্থিক জালিয়াতির জন্য সম্পূর্ণ কাল্পনিক ব্যক্তিত্ব তৈরি করতে প্রযুক্তিটি ব্যবহার করে।
