বিনোদন ডেস্ক::দুর্গাপূজা উপলক্ষে একটি গানে প্রথমবারের মতো এক হলেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা, অভিনেত্রী অর্চিতা স্পশিয়া ও অভিনেতা সুস্মিত। গতকাল পূজার কন্ঠে এই গানের দৃশ্য ধারন সম্পন্ন হয়েছে। এখানে আরও ছিলেন তানজিলা হক, মোহনা প্রমুখ। গানের ভিডিওচিত্রটি পরিচালনা করেছেন পরিচালক অনন্য মামুন ও টিম। গানটির কথা সুর ও সংগীত পরিচালনা করেছেন লিংকন। জানা যায়, ‘আসছে মা দুর্গা’ শিরোনামে গানটি দুর্গাপূজায় মুক্তি পাবে। বাঁধন সরকার পূজা বলেন, উৎসবকে কেন্দ্র করে গান করতে ভালো লাগে বেশ। এবারও তার ব্যতীক্রম হয়নি।গানটি গেয়ে খুব ভালো লেগেছে। আশা করি দর্শকরা উপভোগ করবেন।
Thank you for reading this post, don't forget to subscribe!ডায়ালসিলেট এম/

