ডায়ালসিলেট ডেস্ক::: অভিনেত্রী সোনাক্ষী সিনহা ২০১০ সালে সালমান খানের ‘দাবাং’ ছবির হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন । তারপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। গত এক দশক বলিউডে সোনাক্ষী সিনহা রাজত্ব করছেন। বহু বছর ইন্ডাস্ট্রিতে থেকেও অনেকে যা করতে পারেননি, তিনি এই ১০ বছরেই বক্স অফিসে তা করে দেখিয়েছেন।
বক্স অফিসে সোনাক্ষী সিনহার ছবি গত এক দশকে মোট ব্যবসা করেছে ১৫০০ কোটি রুপি। সোনাক্ষী অভিনীত পাঁচটি ছবি এখন পর্যন্ত ১০০ কোটির ক্লাবে পৌঁছেছে। বলিউডের ইতিহাসে তিনিই তৃতীয় নারী, যার ক্যারিয়ারে রয়েছে এমন সাফল্য। এ খবর অবশ্য নিজেই জানিয়েছেন সোনাক্ষী।
শুক্রবার টুইটারে টুইট করে সোনাক্ষী বলেন, ‘দুনিয়া তাকে যে প্রতিভা দিয়েছে তার জন্য তিনি তার সবটুকু উৎসর্গ করেছেন। দিনের পর দিন, রাত-দিন তিনি চেষ্টা করেছেন আগের থেকে নিজেকে আরও উন্নত করতে। সততার সঙ্গে তার কাজ করে গেছেন।
তিনি আরও বলেন, লবিং, পুরস্কার কোনো কিছুরই প্রাধান্য নেই। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না। তাই কোনো পিআর নয়, তিনি তার কাজের ওপরেই ভরসা রেখেছেন। তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালোবাসা… আপনাজনদের কাছ থেকে পাওয়া অকুণ্ঠ ভালোবাসা।’
সোনাক্ষী অভিনীত ব্যবসা সাফল্য ছবি গুলো হচ্ছে ‘দাবাং’ [২০১০] ১৪১.২৫ কোটি, ‘রাউডি রাঠৌর’ [২০১২] ১৩৩.২৫ কোটি, ‘সান অব সর্দার’ [২০১২] ১০৫.০৩ কোটি, ‘দাবাং ২’ [২০১২] ১৫৫ কোটি, ‘হলিডে’ [২০১৪] ১১২.৪৫ কোটি, ‘ইত্তেফাক’ [২০১৭] ৩০.১৯ কোটি, ‘মিশন মঙ্গল’ [২০১৯] ২০৮.০৫ কোটি রুপি।