ডায়ালসিলেট ডেস্ক :: রাজধানী ঢাকার গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তিনি এখন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাজ্জাদ হোসেনের শরীরে ৩ রাউন্ড গুলি লেগেছে। আক্রমণকারী কনস্টেবলকে থানায় নেওয়া হয়েছে এবং তাকে নিরস্ত্র করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের একথা জানান, মনিরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে কিছু গুলির খোসা এবং বিশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ঘাতক কনস্টেবলের নাম কাওসার আলী। শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই পুলিশ সদস্য কেন কী কারণে তার সহকর্মীকে গুলি করেছেন সে বিষয়টা এখনও জানা যায়নি।

