Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: এনআইডি হারালে এখন থেকে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। নাগরিকদের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জিডির বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাবে ইসির চূড়ান্ত অনুমোদন মিলেছে। এছাড়া এনআইডি সেবাকে আরও সহজ করতে পরিকল্পনা চলছে।
জানা যায়, গত এক বছরে প্রায় সাড়ে ৯ লাখ ঝুলে থাকা এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
