ডায়ালসিলেট ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে মসজিদে জুমার নামাজের মুসল্লীদের সাথে সাংবাদিক পরিচয়ে হুমকি দামকি দিলে কথিত সাংবাদিক মোঃ মুবিন খানকে জুতা পিটা করা হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় রাজনগর উপজেলার কর্নিগ্রাম জামে মসজিদে প্রবেশ করে মসজিদে জুতা চুরির ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করার বিষয়ে মুসল্লীদের হুমকি দিলে মুসল্লীরা ক্ষিপ্ত হয়ে মোঃ মুবিন খানের উপর গণহারে জুতা পিটা করেন। পরে মুবিন খানের মা ঘটনাস্থলে গিয়ে মুসল্লীদের কাছে ক্ষমা চেয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়। মুবিন খান (২৭) রাজনগর উপজেলার কর্নিগ্রাম গ্রামের মুতালিব খানের ছেলে। এলাকাবাসী ও স্থানীয়সূত্রে জানা যায়, কহিত সাংবাদিক মুবিন খান রাজনগর প্রেসক্লাবের সদস্য এবং তিনি ইউরোপের স্পেনের বার্সেলোনায় বসবাস করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি কয়েকদিন আগে বাংলাদেশে এসে নিজেকে আন্তর্জাতিক সাংবাদিক পরিচয় দিয়ে এলাকাবাসীদের হুমকি দামকি দিয়ে আসছেন৷ এবং গত শুক্রবার কর্নিগ্রাম জামে মসজিদে এলাকার মুসল্লীরা জুমার নামাজ আদায় করতে গেলে হঠাৎ মুবিন খান সাংবাদিকদের পরিচয় দিয়ে মুসল্লীদের বলেন এই মসজিদ থেকে জুতা চুরি হয়েছে এ বিষয়ে আমি সংবাদ প্রকাশ করবো আপনাদের বক্তব্য দিন। তখন মুসল্লীরা কখন কবে জুতা চুরি হয়েছে জানতে চাইলে কহিত সাংবাদিক মুবিন খান মোবাইল হাতে লাইভ করার অভিনয় করেন এবং মুসল্লীদের বিরক্ত করা শুরু করলে মুসল্লীরা ক্ষিপ্ত হয়ে জুতা পিটা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একজন বলেন মুবিন খানের মা পরকিয়ায় জড়িত থাকায় তার দাদির মৃত্যুর আগে এলাকাবাসীকে বলে গিয়েছিলেন তার দাদির জানাজায় যেনো মুবিনের পরিবারের কেউ না থাকে, তার দাদির মৃত্যুর পর মৃত মানুষের কথা রাখতে এলাকাবাসী তার দাদির জানাযায় মুবিনের পরিবারের কাউকে আসতে দেননি এরই রেশ ধরে এলাকার মানুষদের জুতা চুর বানাতে মুবিন মিথ্যা সংবাদ প্রকাশ করার চেষ্টা করছিলো। এ বিষয়ে জানতে চেয়ে মুবিন খানের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

