Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়ালসিলেট ডেস্ক :: দর্শকদের মাতাতে এবারের ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান।
এটিএন বাংলায় ২ টি সঙ্গীতানুষ্ঠান নিয়ে আসছেন তিনি। সঙ্গীতের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান। এবারের ঈদেও তার গাওয়া একগুচ্ছ গান নিয়ে এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০.৩০ মিনিটে হাজির হবেন একক সঙ্গীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’।
মোট ১০ টি গান রয়েছে এই অ্যালবামে এতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। বাংলা গানের পাশাপাশি হিন্দি গানও থাকবে এই অ্যালবামে। নীলে নীলে আম্বার পে, দিল দে দিয়া হ্যায়, হামে অর জিনে কি, আমার চোখের আলো, তুমি তো জানো না প্রিয়, চুপ কেন তুমি চুপ কেন সহ বেশ কয়েকটি গান।
এছাড়াও ডুয়েট গানগুলোতে ড. মাহফুজুর রহমানের সাথে সুর আছেন সহশিল্পী হিসেবে রয়েছেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।

