Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়ালসিলেট ডেস্ক :: এবার ইমরানের গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদে মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক সতীর্থরাও। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস- দুজনই এক সময় ইমরান খানের নেতৃত্বে খেলেছেন পাকিস্তান দলে। পাকিস্তানে ইমরান খান শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, দেশটিকে বিশ্বকাপ জেতানো অধিনায়কও।
১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলে ইমরান খানের অন্যতম বড় ‘অস্ত্র’ ছিলেন ওয়াসিম আকরাম। অধিনায়ক গ্রেপ্তারের ঘটনায় টুইটারে প্রতিবাদ করেন তিনি। টুইট বার্তায় তিনি লিখেন, ‘ইমরান, আপনি হয়তো একজন ব্যক্তি, কিন্তু আপনি পাকিস্তানের লাখ লাখ মানুষের কণ্ঠস্বর। মানসিকভাবে শক্ত থাকুন অধিনায়ক।’
ইমরানের আরেক বড় অস্ত্র ওয়াকার ইউনুস টুইট বার্তায় লিখেছেন, ‘অধিনায়ক, আপনার পেছনেই আছি। অবিচার কিন্তু দিনের শেষে মুক্তিরই জন্ম দেয়। আসুন, আমরা আমাদের নেতা ও স্বাধীনতাকে রক্ষা করি। তাকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়, তারপর থেকেই উত্তাল গোটা পাকিস্তান। আট দিনের রিমান্ডে নেওয়ার পর দেশটিতে তার রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ চলছে।
ইমরান খান অবসর নেওয়ার পাঁচ বছর পর পাকিস্তান ক্রিকেট দলে অভিষেক শোয়েবের। ইমরানের গ্রেপ্তারের ঘটনা ওয়াকার-ওয়াসিমের মতো শোয়েব আক্তারও এর প্রতিবাদ জানান।
শোয়েব বলেন, ‘তাঁর অসুস্থতা ও দেশের প্রতি অবদানকে বিবেচনায় নিলে আমাদের জাতীয় বীর ইমরান খানের নিগৃহীত হতে দেখাটা অত্যন্ত হৃদয়বিদারক। দেশ হিসেবে আমরা কোথায় যাচ্ছি? দয়া করে আমাদের জাতীয় বীরের প্রতি একটু সম্মান ও শ্রদ্ধা দেখান।’
ইমরান গ্রেপ্তারের পর থেকে তোলপাড় চলছে পাকিস্তানে। এখন পর্যন্ত সহিংসতায় এদেশে ৪৭ জনের প্রাণ গিয়েছে বলে জানা যায়।

