ডায়াল সিলেট ডেস্ক :: অপারেশন সিন্ধুর নাম দিয়ে ইরান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা শুরু হয়েছে। এবার ইসরায়েল থেকে ভারতীয়দের সরিয়ে আনার ব্যবস্থা করছে ভারত। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, তেল আভিভের ভারতীয় দূতাবাস ‘অপারেশন সিন্ধু’র মাধ্যমে ইসরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ভারতে নিয়ে আসার ব্যবস্থা করছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে থাকা ভারতীয়দের মধ্যে যারা দেশে ফিরে আসতে আগ্রহী তাদের তেল আভিভের ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। সবাইকে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। দূতাবাসই ফেরার সব ব্যবস্থা করে দেবে বলে ও জানানো হয়েছে।
ইসরায়েলের নানা শহরে ইরানের মিসাইল ও দ্রোন হানায় সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। ভারতীয় রাও ফিরে আসার জন্য উদগ্রীব হয়ে উঠেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রক থেকে বলা হয়েছে, পরিস্থিতির দিকে আমরা নজর রেখেছি। ইসরায়েলে অবস্থিত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। যথাসাধ্য সাহায্য করছে দূতাবাস। সংঘর্ষ পরিস্থিতিতে ইসরায়েল সরকারের নির্দেশ এবং গাইডলাইন মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে সেখানে থাকা ভারতীয়দের।