আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আজ সোমবার দিবাগত রাত ১২টার দিকে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে গণতন্ত্র, মানবাধিকার, দুই দেশের চলমান অংশীদারিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

এর আগে গত বছর এপ্রিলে ওয়াশিংটনে বৈঠকে বসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও ব্লিনকেন। সেখানেও গণতন্ত্র ও মানবাধিকার ইস্যু গুরুত্ব পেয়েছিল। বৈঠকে ২০২১ সালের ডিসেম্বরে র্যাবের ওপর নিষেধাজ্ঞার পটভূমিতে বাংলাদেশ ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছিল। এবারের বৈঠকেও বাংলাদেশ দাবিটি জানাবে।

 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার বিষয়েও আলোচনা হবে। গত মাসে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তুলে ধরেছিলেন।

 

পররাষ্ট্রমন্ত্রী মোমেন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে গত সপ্তাহে ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা চাই স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন। আমেরিকাও চায়, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন। এ নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই।’

 

মোমেন বলেন, তিনি কভিড ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রশংসা করবেন। এ ছাড়া বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব হলো স্বচ্ছ-গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান। সরকার অবশ্যই কমিশনকে সাহায্য করবে। আর শুধু সরকার সাহায্য করলে হবে না। জনগণ, সব রাজনৈতিক দল, মিডিয়া—সবাইকেই সাহায্য করতে হবে। সব রাজনৈতিক দলের সাহায্য ছাড়া সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। আর আমরা আমাদের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন করব। কারো অন্য ধরনের কোনো চিন্তা থাকলে, তা ভুল চিন্তা। আমরা সংবিধান ও আইনের শাসনে বিশ্বাসী।’

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *