ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট
Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট রিপোর্ট :: আন্দোলনরত শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা ওসমানী হাসপাতালের পরিচালক মাহবুর রহমান ভূঁইয়াকে তার কার্যলয়ে অবরুদ্ধ করেছেন।
সিলেট ওসমানী মেডিকেলের দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সোমবার রাতে ধর্মঘটের ডাক দেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এরপরই কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
রাত ১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা ওসমানী হাসপাতালের পরিচালক মাহবুর রহমান ভূঁইয়াকে তার কার্যলয়ে অবরুদ্ধ করে রাখে। একই সঙ্গে সব ধরণের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এসময় পরিচালক মাহবুর রহমান তার কক্ষে অস্থান করছিলেন।
এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, রোববার হাসপাতালে ভর্তি থাকা এক রোগির স্বজনরা কর্তব্যরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের সাথে দুর্ব্যবহার করেন। এরপর দুর্ব্যবহারকারী দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনার জেরে আজ রাতে বহিরাগতরা দুই শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
হামলায় আহতরা হলেন- মেডিকেল কলেজের শিক্ষার্থী রুদ্র নাথ ও নাইমুর রহমান ইমন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষোভকারী শিক্ষার্থী শাহ অসিম ক্যানেডি বলেন, রোববার এক ইন্টার্ন চিকিৎসকের সাথে রোগীর দুজন স্বজন খারাপ ব্যবহার করেন। আমরা তাদের পুলিশের হাতে তুলে দেই।
তিনি বলেন, এ ঘটনার জেরে আজ রাত ৮ টায় কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকে বহিরাগতরা আমাদের কয়েকজন শিক্ষার্থীদের মারধর করেন। এতে দুজন গুরুতর আহত হন। তিনি বলেন, আগেও অনেকবার এমন ঘটনা ঘটেছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই আজ আমরা রাস্তায় নেমেছি। এ ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আহমদ মুন্তাকিম চৌধুরী বলেন, এই ঘটনার প্রতিবাদে আমরা ধর্মঘট ডেকেছি। হামলাকারীদের গ্রেপ্তারের পূর্ব পর্যন্ত আমরা কাজে যোগ দেবো না।

