ডায়ালসিলেট ডেস্ক::কক্সবাজার জেলা পুলিশের ১৩৬৭ জন সদস্যকে বদলি করা হয়েছে। পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যন্ত বদলি করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাদের বদলির আদেশ জারি করা হয়।
এর মধ্যে রয়েছেন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ৮ শীর্ষ কর্মকর্তা, ৫০ জন পরিদর্শক, আটটি থানা থেকে এসআই-এএসআই ৩০২ জন এবং ১ হাজার ৭ কনস্টেবল।
এদিকে কক্সবাজারে শূন্যপদ পূরণে দেশের বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে যোগ দিচ্ছেন ৫৩ জন পুলিশ পরিদর্শক, ২১৫ জন এসআই-এএসআই এবং ৭৩৪ জন কনস্টেবল।
জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান বলেছেন, ‘কক্সবাজার জেলার পুরো পুলিশ বাহিনীতে পরিবর্তন করা হচ্ছে। পর্যায়ক্রমে বদলি হওয়া সদস্যরা ছাড়পত্র নেবেন এবং নিয়োগকৃতরা যোগদান করবেন।’
গত বুধবার নতুন পুলিশ সুপার হাসানুজ্জামান কক্সবাজারে দায়িত্ব গ্রহণ করেন। আগের এসপি মাসুদ হোসেনকে বৃহস্পতিবার বিদায় জানানো হয়।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার বদলি করা হয় ৫০ জন পরিদর্শককে। গত ২১ সেপ্টেম্বর বদলি করা হয়েছে অপর ৭ পুলিশ কর্মকর্তাকে।

