বিনোদন ডেস্ক::বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। মাঝে মধ্যেই নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। সম্প্রতি বলিউডের কেউ তাকে নজরদারিতে রেখেছে বলে অভিযোগ করেন কঙ্গনা। সম্প্রতি এ নিয়ে ইনস্টাগ্রামে পোস্টও দিয়েছেন তিনি। পোস্টে কঙ্গনা লিখেছেন, খুব সম্ভবত কেউ আমাকে নজরদারিতে রেখেছেন। এমনকি একজন ‘প্রেমজীবী’ ও তার স্ত্রী অভিনেত্রীর হোয়াটস অ্যাপের চ্যাট ফাঁস করে দিচ্ছেন বলে দাবি করেন তিনি। অভিনেত্রী আরও লেখেন, আমি যেখানেই যাচ্ছি সেখানেই কেউ না কেউ আমাকে ফলো করছে ও আমার ওপরে নজরদারি চালাচ্ছেন। শুধু বাইরে নয়, আমার বাড়ির পার্কিং এরিয়ায়, আমার বাড়ির ছাদসহ সব জায়গায় যেন আমার ওপর ক্যামেরা ফোকাস করে রেখে দিয়েছে। শুধু তাই নয়, আজকাল তো আমার ছবি তোলার জন্য কেউ পাপারাজ্জিদের টাকাও দিচ্ছে, কিন্তু কেন? সেই ‘প্রেমজীবী’ পুরুষের তার স্ত্রীকে তো আমার মতো পোশাক পরায়। আমার ভাইয়ের বিয়ের দিন যেমন শাড়ি পরেছিলাম আমি, ঠিক তেমন একটি শাড়ি নিজের বিয়েতে স্তএমনকি আমার স্টাইল ফলো করে। ওদের জন্য আমার সঙ্গে আগে যারা কাজ করতো এখন তারা আর কেউ কাজ করে না। পোস্টের বিপরীতে নেটিজেনরা মনে করছেন এখানে আলিয়া ভাট এবং রণবীরকেই ইঙ্গিত করেছেন কঙ্গনা।
Thank you for reading this post, don't forget to subscribe!ডায়ারসিলেট এম/

