Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: যুদ্ধ অব্যাহত। কঠোর অবস্থানে ইরান। ইউরোপে সমঝোতা প্রক্রিয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যুদ্ধে যদি যুক্তরাষ্ট্র জড়িত হয় তাহলে পরিণতি হবে খুবই ভয়াবহ। ওদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো চায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যতে নামিয়ে আনুক। কিন্তু তাতেও রাজি নয় ইরান। তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনতে চায়। তাই বলে শূন্য নয়। ফলে ইরানকে এতদিন যতটা দুর্বল ভাবা হয়েছিল, সে ততটা নয়। পরিষ্কারভাবে তার কঠোরতার কথা জানান দিয়েছে বিশ্ববাসীর সামনে। ওদিকে শিশু হত্যার কারণে জাতিসংঘের কালো তালিকায় নাম উঠেছে ইসরাইলের। এমন অবস্থায় উভয়পক্ষই হামলা-পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ইরান প্রশ্নে নিজের জাতীয় গোয়েন্দা বিষয়ক মহাপরিচালক তুলসি গ্যাবার্ডের সঙ্গে মতের অমিল দেখা দিয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের। গত মে মাসে কংগ্রেসের শুনানিতে তুলসি বলেছিলেন, ইরান তার পারমাণবিক কর্মসূচির অধীনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। কিন্তু ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বা করেছে এমন অভিযোগ তুলে দেশটিতে সামরিক আগ্রাসন চালায় ইসরাইল। এতে ট্রাম্পের সম্মতি আছে। তুলসি গ্যাবার্ডের বক্তব্যের সঙ্গে ট্রাম্পের অবস্থান বিপরীতমুখী হওয়ায় কয়েকদিন ধরেই মিডিয়ায় ফলাও করে প্রচার পাচ্ছে বিষয়টি। এর প্রেক্ষিতে তুলসি গ্যাবার্ডকে ‘ভুল’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।
