Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: পবিত্র ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর ১০ দিন পার হচ্ছে। প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে এখন পর্যন্ত ১২৩টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। দেশের বেশির ভাগ প্রেক্ষাগৃহে দর্শক চাহিদার শীর্ষে রয়েছে ছবিটি। দেশে কার্যকর সেই অর্থে নেই কোনো বক্স অফিস। তাই পাওয়া যায় না টিকিট বিক্রি ও লাভ–ক্ষতির হিসাব–নিকাশ। তারপরও প্রযোজকেরা নিজেদের উদ্যোগে ইদানীং ছবির টিকিট বিক্রির একটা হিসাব দিয়ে থাকেন। ‘বরবাদ’ ছবির ক্ষেত্রে সাত দিনের টিকিট বিক্রির একটা হিসাব দিয়েছে প্রযোজনাপ্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন।
প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পোস্টে দাবি করেছে, সাত দিনে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে ‘বরবাদ’ ছবির।
‘বরবাদ’ মুক্তির নবম দিনে রিয়েল এনার্জি প্রোডাকশন তাদের ফেসবুকে টিকিট বিক্রির হিসাবের একটি ফটোকার্ড পোস্ট করে লিখেছে, ‘মুক্তির পর থেকে সারা দেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক।’
রিয়েল এনার্জি প্রোডাকশনের প্রথম চলচ্চিত্র ‘বরবাদ’। প্রথম ছবিতে এমন সাফল্যে খুশি প্রযোজক শাহরিন আক্তার। তিনি জানালেন, প্রত্যাশা করেছিলেন, কিন্তু এতটা ছিল না। অল্প সময়ে এটা সত্যিই তাঁদের কাছে অপ্রত্যাশিত।
শাহরিন আক্তার বললেন, ‘নিঃসন্দেহে সাত দিনে এই পরিমাণ টাকার টিকিট বিক্রি করাটা চাট্টিখানি কথা নয়। টিকিটের চাহিদা বুঝিয়ে দিচ্ছে “বরবাদ” কোন লেভেলের সিনেমা হয়েছে এবং এই মুহূর্তে কোন অবস্থানে আছে ছবিটি। “বরবাদ” এভাবেই চলতে থাকুক। আমরা যা বুঝতেছি, কোরবানির ঈদ পর্যন্ত এভাবে চলতেই থাকবে। দেশের হলমালিকেরা আমাকে যা বলেছেন এবং এখন যেভাবে ছবিটি চলছে—দুই মাস এভাবে চলতে থাকলে টিকিট বিক্রিতে ১০০ কোটির ঘরে নাম লেখাব আমরা। আমরাও আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রির এই হিসাবটা সবাইকে জানাব।’
