সাহিত্য ডেস্ক:কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম এনায়েত হাসান মানিক এর রুহের মাগফিরাত কামনায় পোয়েটসপিডিয়া বাংলা রাইটার্স ক্লাব সিলেট ও মরহুমের পরিবারের পক্ষ থেকে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) বাদ আসর হযরত শাহজালাল (রঃ) এর মাজার সংলগ্ন মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে পরলোকগত এনায়েত হাসান মানিকের পরকালীন জীবনে পরম করুণাময়ের রহমত ও আখেরে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করার জন্য মহান আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, পোয়েটসপিডিয়া বাংলা রাইটার্স ক্লাব এর অন্যতম উপদেষ্টা কবি বাবুল আহমদ, হাফিজ আব্দুস সালাম, রিপন মিয়া, কবি ও সংগঠক ক্বারী শরীফ আহমদ, আব্দুল লতিফ, জসিম হাসান রাফি, সুজাত মিয়া, জামিল আহমেদ, বিলাল মিয়া, সেবুল মিয়া, সবুজ আহমেদ, ইসমাইল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

