১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে ইয়াবার চালানসহ যুবক আটক

ডায়ালসিলেট ডেস্ক::মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‍্যাব-৯।

আটককৃত কমলগঞ্জ উপজেলার চাম্পারায় গ্রামের শুকচান মুন্ডার ছেলে রবিন মুন্ডা (১৯)।

জানা গেছে, গোপন সংবাদের র‍্যাব -৯ এর সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)’র একটি আভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকির নেতৃত্তে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ইসলামপুর গুলের হাওর এলাকায় অভিযান পরিচালনা করা হয় শনিবার রাতে।
এসময় তার কাছ থেকে ১৮ শ’৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });