ডায়াল সিলেট ডেস্ক ॥ কমলগঞ্জে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১লা ফেব্রুয়ারি দুপুরে কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
সহকারী শিক্ষক জমশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, সমাজসেক ও সাংবাদিক আব্দুল হান্নান চিনু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খসরু আহমেদ, সাবেক ইউপি সদস্য নারায়ণ মল্লিক সাগর প্রমুখ।

