ডায়ার সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও চোরাই মালামালসহ দুই জনকে আটক করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার দিবাগত রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আলীনগর ইউনিয়নের চিতলীয়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে রাসেল মিয়া ও পৌর এলাকার পশ্চিম বড়গাছ গ্রামের জাফর আলীর ছেলে আমিনুল ইসলাম আল-আমিন।
কমলগঞ্জ থানার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ জুন কমলগঞ্জ উপজেলা পরিষদের সামনে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস অফিসে চুরির ঘটনা ঘটে। ওই সময় কুরিয়ার সার্ভিস অফিসের সহকারী ম্যানেজার মওদুদ আহমেদ অজ্ঞাত লোকদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির পর পুলিশ চুরির রহস্য উদঘাটনে কাজ শুরু করে শুক্রবার দিবাগত রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রাম থেকে রাসেল মিয়াকে আটক করে। পরে তার বাড়িতে তল্লাশী চারিয়ে চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার রড,তরবারি, ছোড়া ও শাবল জব্দ করা হয়।
পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে রাসেল কুরিয়ার সার্ভিস অফিসে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং চোরাই মালামাল উপজেলা পরিষদ সংলগ্ন বড়গাছ গ্রামের আল আমিনের কাছে রয়েছে বলে জানায়।
রাসেলের দেয়া তথ্য মতে শনিবার ভোরে কমলগঞ্জের সরইবাড়ি এলাকায় আল আমিনের শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে আল আমিনের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি এবং আশেপাশে তল্লাশি করে চোরাই মালামালগুলো উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত দুই জন কুরিয়ার সার্ভিস অফিস থেকে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

