ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে ১৩ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে সাগর মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!এ ঘটনায় ওইদিন রাতেই নির্যাতিত শিশুর বড় ভাই বাদি হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে আসামি সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার (১৪ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়। অপরদিকে গুরুতর আহত ওই শিশু মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সাগর ভিকটিম শিশুটিকে কিছু টাকা দিয়ে তার বাড়িতে খরচের ব্যাগ দিয়ে আসতে বলেন। খরচ নিয়ে সাগরের বাড়িতে গেলে ওই শিশুটিকে একটি ঘরে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে সাগর।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, শিশু বলাৎকারের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সাগরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

