ডায়াল সিলেট ডেস্ক ॥ স’মিল শিল্প সেক্টরের জন্য সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড ঘোষিত মজুরি এবং নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান ও ৮ ঘন্টা কর্মদিবস নির্ধারণসহ অবিলম্বে শ্রমআইন বাস্তবায়নের দাবি জানিয়েছে স’মিল শ্রমিক সংঘ। শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স’মিল শ্রমিক সংঘ এর উদ্যোগে ভানুগাছ চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে এই দাবি জানানো হয়।
কমলগঞ্জ উপজেলা স’মিল শ্রমিক সংঘের সভাপতি মোস্তাক মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমজান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক এবং বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ স’মিল শ্রমিক সংঘের সহ-সভাপতি মোঃ ছালামত মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, সদস্য মোঃ নওশাদ আহমদ, এরশাদ মিয়া প্রমূখ।
সভায় বক্তারা বলেন, গত বছরের ৬ জুন সরকারের নিম্নতম মজুরি বোর্ড স’মিল শিল্প সেক্টরেরর শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি হার গেজেট (এস, আর, ও নম্বর-১১২-আইন/২০২২) আকারে প্রকাশ করেন। সরকার ঘোষিত নি¤œতম মজুরি অনুযায়ী পৌর এলাকার স’মিল মিস্ত্রির মাসিক মোট মজুরি ২৭,০০৫ টাকা (দৈনিক ১০৪০ টাকা), সহকারি মিস্ত্রির মাসিক মোট মজুরি ২১,৩৫০ টাকা (দৈনিক ৮২৫ টাকা), টানোয়ার মাসিক মোট মজুরি ১৯,৬১০ টাকা (দৈনিক ৭৬০ টাকা), হেলপার ও অন্যান শ্রমিকদের মাসিক মোট মজুরি ১৮,৪৫০ টাকা (দৈনিক ৭১০ টাকা) এবং শিক্ষানবিস শ্রমিকদের মাসিক মোট মজুরি ১১,০০০ টাকা (দৈনিক ৪৫০ টাকা) নির্ধারণ করা হয়েছে। এছাড়াও গেজেটে শ্রমিক-কর্মচারীদের মজুরির সাথে বার্ষিক ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির (ইনক্রিমেন্ট) কথা বলা হয়েছে। সভা থেকে আগামী ১০ মার্চ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার ৩য় সম্মেলন সফল করার লক্ষ্যে করার আহবান জানানো হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *