মনজু চৌধুরী: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের ‘পানির ট্যারিফ নির্ধারণ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৬ এপ্রিল  সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
জিওবি, আইডিএ (বিশ্বব্যাংক) ও এআইআইবির অর্থায়ন, টেকনিক্যাল সাপোর্ট ইউনিটের (টিএসইউ) সহযোগিতা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোদাচ্ছেরুল হক, ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট রকিবুল হক চৌধুরী, ফারজানা আক্তার, কমলগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সচিব) মো. বেলাল চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী (ওয়াটার সুপারিন্টেন্ডেন্ট) এমএইচ ইমরান।
এছাড়া আলোচনা সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *