ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকা নিয়েছেন। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী এই টিকা নিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে একাধিক সূত্র সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাখাওয়াত মুন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বিকেলে টিকা নিয়েছেন। তিনি ভালো আছেন।’
এর আগে প্রধানমন্ত্রী সবাইকে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানান এবং গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) দেশে আরও তিন কোটি ডোজ টিকা আনার নির্দেশনা দেন।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর বাংলাদেশ সরকার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি এবং ভারতের সেরাম ইন্সটিটিউটে উৎপাদিত কোভিশিল্ড-এর ৩ কোটি ডোজ টিকা আনার বিষয়ে চুক্তি করে। দেশে এ টিকা সরবরাহ করছে বেক্সিমকো ফার্মা। ইতোমধ্যে দুই দফায় কোভিশিল্ডের ৭০ লাখ টিকা দেশে এসেছে, সঙ্গে এসেছে ভারত সরকারের উপহার দেওয়া আরও ২০ লাখ টিকা। গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে শনিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ২৯ লাখ ৮৪ হাজার ৭৭৩ জন মানুষ।

