ডায়ালসিলেট ডেস্ক:: দেশটির ফুটবল ফেডারেশন শুক্রবার এক বিবৃতিতে জানায়, ৫৫ বছর বয়সী মানচিনির শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি এবং রোমে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে দায়িত্ব পালন করা মানচিনি ২০১২ সালে প্রিমিয়ার লিগ এবং ২০১১ সালে এফএ কাপ জেতার স্বাদ পান। এরপর ইন্টার মিলানের দায়িত্ব নিয়ে টানা তিন শিরোপা জেতান তিনি।
আসন্ন আন্তর্জাতিক বিরতিতে তিনটি ম্যাচ খেলবে ইতালি। আগামী বুধবার প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ এস্তোনিয়া। উয়েফা নেশন্স লিগে ১৫ নভেম্বর নিজেদের মাঠে পোল্যান্ডের বিপক্ষে ও ১৮ নভেম্বর বসনিয়ার মাঠে খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।